পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

Indian soldier killed in pakistani shelling

ভারত জানিয়েছে, বুধবার (৭ মে) মধ্যরাতে পাকিস্তান সীমান্তে তাদের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনারা গোলাগুলি চালিয়েছে, যাতে তাদের এক সেনা নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর জানিয়েছে, তাদের ল্যান্স নায়েক দিনেশ কুমার পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, তারা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানায় এবং ভুক্তভোগীদের পাশে আছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের আর্টিলারি হামলায় কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ভারতের হামলার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং পরে তা ভারী আর্টিলারি যুদ্ধে রূপ নেয়।

এদিকে, পাকিস্তান দাবি করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুজরানওয়ালার আকাশে একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে, যা পরে গুজরাট জেলার ডিঙ্গা এলাকার একটি মাঠে পড়ে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই এবং ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize