ভারতকে সমর্থন ইসরাইলের, পাকিস্তানের পাশে তুরস্ক

Israel supports india, türkiye stands by pakistan

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার প্রতিশোধে ভারত কর্তৃক পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পর, বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক ক্ষমতাধর প্রতিবেশী এই দেশ দুটিকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং সংঘাতের বিষয়ে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

পেলগাঁওয়ের হামলার দুই সপ্তাহ পর, ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হামলা চালায়। ভারত দাবি করে, তাদের হামলায় ৭০ জন নিহত হয়েছে, যেখানে পাকিস্তানের দাবি নিহতের সংখ্যা ২৬।এই সংঘাতে ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, সন্ত্রাসীদের জানা উচিত, নিরীহদের বিরুদ্ধে অপরাধ করে পালানোর কোনো জায়গা নেই।

অন্যদিকে, তুরস্ক পাকিস্তানের প্রতি সংহতি জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন।

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, যাতে উভয় দিকেই হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তান ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেও, ভারত ৩টি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে।

হামলা-পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান তাদের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post