ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। এর ফলে ফ্লাইটগুলোতে কিছুটা বেশি সময় লাগছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর।
তিনি জানান, বাংলাদেশের বিমানগুলো এখনও ভারতের আকাশসীমা ব্যবহার করে চলাচল করছে।
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যা পরবর্তীতে পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। ভারতের হামলায় পাকিস্তানে কমপক্ষে ২৬ জন এবং পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।