পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমান

Bangladeshi aircraft avoiding pakistani airspace

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। এর ফলে ফ্লাইটগুলোতে কিছুটা বেশি সময় লাগছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর।

তিনি জানান, বাংলাদেশের বিমানগুলো এখনও ভারতের আকাশসীমা ব্যবহার করে চলাচল করছে।

উল্লেখ্য, গত ২২শে এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যা পরবর্তীতে পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। ভারতের হামলায় পাকিস্তানে কমপক্ষে ২৬ জন এবং পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize