জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে অভিযান চালান, তার নাম ছিল ‘অপারেশন সিন্দুর’।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই অভিযানের নাম ‘অপারেশন সিন্দুর’ রাখার পেছনে সাংস্কৃতিক ও আবেগঘন কারণ রয়েছে। হিন্দু বিবাহিত নারীরা সিঁথিতে সিঁদুর ব্যবহার করেন, যা তাদের বৈবাহিক জীবনের প্রতীক। পেহেলগামের হামলায় নিহতদের মধ্যে অনেকের স্ত্রী ও সন্তান ছিল, যারা তাদের চোখের সামনেই মারা যান।
এজন্যেই এই অভিযানের নাম ‘সিন্দুর’ রাখা হয়েছে, যা নিহতদের স্ত্রীদের প্রতি সম্মান জানানোর একটি প্রতীক।ভারতীয় সেনাবাহিনী প্রকাশিত ছবিতে ‘OPERATION SINDOOR’-এর ‘O’ অক্ষরটি সিঁদুরের পাত্রের মতো করে আঁকা হয়েছে, যা পেহেলগাম হামলার প্রতীক। ছবির নিচে লেখা ছিল, ‘বিচার সম্পন্ন হয়েছে। জয় হিন্দ।’
আরও পড়ুন
পেহেলগাম হামলায় পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে পরিবারের সামনে হত্যা করা হয়েছিল। নিহতদের পরিবারের সদস্যরা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। নিহতদের স্ত্রীরা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন এবং সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করার দাবি জানিয়েছেন।