ভারত দাবি করেছে যে তারা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ২৪টি সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিগুলোতে হামলা করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলার জবাবে এই অভিযান চালিয়েছে।
আরও পড়ুন
ভারতের দাবি অনুযায়ী, এই অভিযান সুনির্দিষ্ট, সীমিত এবং উত্তেজনা বৃদ্ধির চেষ্টা নয়। ভারত জানিয়েছে, তারা সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনছে।