ভারত-পাকিস্তান সংঘাত: আকাশপথ পরিবর্তন করছে এয়ারলাইন্সগুলো

India pakistan conflict airlines are changing air routes

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে এশিয়ার বেশ কয়েকটি এয়ারলাইন্স ইউরোপগামী অনেক ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করেছে। পাকিস্তান জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালানোর পর তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথেও প্রভাব পড়ছে।

তাইওয়ানের ইভা এয়ার জানিয়েছে, তারা নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও পাকিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে চলার জন্য ইউরোপগামী ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করছে।কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা সিউল থেকে দুবাইগামী ফ্লাইটের রুট পরিবর্তন করে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে পরিচালনা করছে।

থাই এয়ারওয়েজ তাদের ইউরোপ ও দক্ষিণ এশিয়ার ফ্লাইটগুলো নতুন রুটে পরিচালনা করছে এবং কিছু ফ্লাইটে দেরি হতে পারে বলে জানিয়েছে। ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরে জানাবে। চায়না এয়ারলাইন্স যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিকল্পনা করছে। কাতার এয়ারওয়েজ পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।

আরও দেখূন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize