পাকিস্তানে ভারতের হামলায় নিহত ২৬

26 killed in indian attack in pakistan

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৪৬ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরসহ কয়েকটি স্থানে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ভারতের হামলার পরপরই পাকিস্তান পাল্টা হামলা চালায় এবং বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে।

ভারত জানিয়েছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় নিহত ২৬ জনের মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘লজ্জাজনক’ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post