ভারতে একাধিক বিমানবন্দর বন্ধ

Multiple airports in india closed

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত কর্তৃক পাকিস্তানে হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়।

পাল্টাপাল্টি হামলায় ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে ধর্মশালা, লেহ, জম্মু ও শ্রীনগর, অমৃতসর, বিকানের এবং দিল্লি এনসিআরের হিন্ডন। ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ বেশ কয়েকটি বিমান সংস্থা এই কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্পাইসজেট জানিয়েছে, উত্তর ভারতের কিছু অংশের বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, যা ফ্লাইটগুলোকে প্রভাবিত করবে।

এদিকে, পাকিস্তানও ৪৮ ঘণ্টার জন্য তাদের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে। ২২ এপ্রিল কাশ্মীরে হামলার পর উত্তেজনা বেড়ে যাওয়ায় ভারত ও পাকিস্তান উভয়ই পাল্টাপাল্টি হামলা চালায়। ভারত পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালে পাকিস্তানও এর জবাব দেয়। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize