ভারতে হামলার পর পাকিস্তান সরকার ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করেছে। পাঞ্জাবের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ভারত হামলার পর পাকিস্তান হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আল জাজিরা জানিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ জননিরাপত্তার স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক পরীক্ষা সংস্থাগুলোর পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজের পরীক্ষাও স্থগিত থাকবে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বাসিন্দাদের অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি হাসপাতাল, উদ্ধারকর্মী ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, পাকিস্তান শান্তি চায়, তবে সম্মানের সাথে। যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে পুরো জাতি সেনাবাহিনীতে পরিণত হবে।
আরও পড়ুন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করেছে। পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও হামলা চালিয়েছে।