ভারতের হামলার পর পাকিস্তান ৪৮ ঘণ্টার জন্য তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে কাতার এয়ারওয়েজ পাকিস্তানগামী তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এয়ার ইন্ডিয়াও ভারতের নয়টি শহর থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে। পাকিস্তান তাদের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ১২ ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল স্থগিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাশ্মিরের শ্রীনগরের প্রধান বিমানবন্দরটি সাময়িকভাবে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিগো এবং স্পাইসজেটও যাত্রীদের সতর্ক করে দিয়েছে যে, পরিবর্তিত পরিস্থিতির কারণে কাশ্মির ও উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত দাবি করেছে, তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে এবং এতে ৮ জন নিহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানও ভারত-শাসিত কাশ্মিরে পাল্টা হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।