ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতের এই হামলায় ৯টি স্থানে আঘাত হানা হয়েছে এবং এতে ৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ভারত জানিয়েছে, পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ আখ্যায়িত করেছে এবং উপযুক্ত সময়ে এর জবাব দেওয়ার কথা জানিয়েছে।
আরও পড়ুন
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভারতের এই আগ্রাসন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সম্পর্কে অবহিত করেছে। পাকিস্তান জানিয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তারা তাদের পছন্দ অনুযায়ী সময়ে এর জবাব দেবে।