গোলাগুলিতে পাকিস্তানের সেনা সদস্যসহ নিহত ৯

9 killed, including pakistani soldier, in firing

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিনটি জেলায় সেনাবাহিনীর সাথে ‘সন্ত্রাসীদের’ ব্যাপক সংঘর্ষে একজন সেনাসদস্যসহ আটজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, গত শনি ও রবিবার উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ অভিযানে সন্ত্রাসীদের সাথে ব্যাপক গুলিবিনিময় হয়।

সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলী এলাকায় অভিযান চালানোর সময় সৈন্যরা সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ করে এবং তিনজন নিহত হয়। আইএসপিআর আরও জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আরও দুই সন্ত্রাসী নিহত হন। এ সময় নায়েক মুজাহিদ খান নামে ৪০ বছর বয়সী কোহাটের এক সাহসী সৈনিক মারা যান।

খাইবার ও বান্নু জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে আরও দুটি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুলিবিনিময়ের পর সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিহতরা এলাকায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে গত এক বছরে পাকিস্তান, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেড়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize