মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অভিবাসী আটক

61 migrants, including Bangladeshis, detained in Penang, Malaysia

মালয়েশিয়ার পেনাং রাজ্যে অভিযান চালিয়ে ৬১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার দুটি পৃথক স্থানে চালানো এই অভিযানে ২০ জন নারীও আটক হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পেনাং রাজ্য ইমিগ্রেশন পরিচালক নূর জুলফা ইব্রাহিম সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোমতার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এবং বাটারওয়ার্থের পেনাং সেন্ট্রাল বাস টার্মিনালের প্রথম তলায় এই অভিযান পরিচালিত হয়।

ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে ২০ থেকে ৫০ বছর বয়সী ৪১ জন পুরুষ এবং ২০ জন নারীকে আটকের আগে অভিযানে মোট ২২৬ জন বিদেশির কাগজপত্র খতিয়ে দেখা হয়। আটককৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৩ জন নারী মিয়ানমারের, সাতজন নারী ইন্দোনেশিয়ার, পাঁচজন পুরুষ বাংলাদেশের এবং একজন পুরুষ পাকিস্তানের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাজ্য ইমিগ্রেশন পরিচালক নূর জুলফা ইব্রাহিম আরও জানান, পেনাং রাজ্যে বৈধ কাগজপত্রবিহীন বিদেশিদের উপস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে রাজ্যের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ।

এই অভিযানে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী আটকের ঘটনা মালয়েশিয়ার অভিবাসন নীতির কঠোর প্রয়োগ এবং অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানেরই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেনাংয়ে বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে আরও অভিযানের সম্ভাবনা রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize