ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর, দিল্লি থেকে তেল আবিবের উদ্দেশে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান আবুধাবিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলাটি ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে সংঘটিত হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৩৯ তেল আবিবে অবতরণের প্রায় এক ঘণ্টা আগে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪.কম অনুসারে, বিমানটি যখন ফেরত পাঠানো হয়, তখন সেটি জর্ডানের আকাশসীমায় ছিল।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি আবুধাবিতে নিরাপদে অবতরণ করেছে এবং শীঘ্রই দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, “দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং শীঘ্রই দিল্লি ফিরে আসবে।”
আরও পড়ুন
বিবৃতিতে আরও বলা হয়, দিল্লি ও তেল আবিবের মধ্যে বিমান চলাচল ৬ মে পর্যন্ত স্থগিত থাকবে। মুখপাত্র আরও বলেন, “আমাদের গ্রাহক এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে, তেল আবিব থেকে আমাদের কার্যক্রম ৬ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। আমাদের কর্মীরা গ্রাহকদের সহায়তা করছেন এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।”
এদিকে, ইসরায়েলি পুলিশ জানিয়েছে, “ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের প্রধান বিমানবন্দরের পাশে আঘাত হানে, যার ফলে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।” সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি এই হামলার দায় স্বীকার করেছে।