ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে, ভারতীয় সেনা ও বিমানবাহিনীর গোপন তথ্য এবং ছবি পাকিস্তানের কাছে পাচারের অভিযোগে পাঞ্জাব পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন পলক শের মসীহ ও সুরজ মসীহ। গত ৩ মে অমৃতসর রুরাল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পাঞ্জাব পুলিশের মহাপরিচালক (ডিজিপি) গৌরব যাদব জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এই দুই অভিযুক্ত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল। অমৃতসর সেন্ট্রাল জেলে আটক থাকা হরপ্রীত সিং ওরফে পিট্টু ও ওরফে হ্যাপির মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
ডিজিপি গৌরব যাদব বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তা বিপন্ন করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে আমরা কঠোর ও দ্রুত ব্যবস্থা নেব। পাঞ্জাব পুলিশ জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন
এর আগে গত সপ্তাহে, অমৃতসর কমিশনারেট একটি সম্ভাব্য গ্রেনেড হামলা প্রতিহত করে। দাবি করা হয়, এই হামলার পরিকল্পনার সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদদপুষ্ট বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর পাঁচ সদস্য জড়িত ছিল। তারা বিদেশে অবস্থান করা কুখ্যাত গ্যাংস্টার জীবন ফৌজির নির্দেশে কাজ করছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন নরেশ কুমার ওরফে বাব্বু, অভিনব ভাগত ওরফে অভি, অজয় কুমার ওরফে আজ্জু এবং সানি কুমার। তারা সবাই অমৃতসরের হরিপুরার বাসিন্দা। এ ছাড়া, ১৭ বছর বয়সী এক কিশোরকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হ্যান্ড গ্রেনেড, একটি দেশীয় পিস্তল ও পাঁচটি কার্তুজ উদ্ধার করে। ডিজিপি যাদব জানান, এই চক্রটি সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের জন্য মোটরসাইকেল ব্যবহার করত এবং তাদের লক্ষ্য ছিল পুলিশ স্থাপনায় হামলা চালানো।