ভারত তাদের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ভারত মূলত তাদের নৌবাহিনীর জন্য অত্যাধুনিক সি-ভিশন সফটওয়্যার এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম ক্রয় করতে আগ্রহী।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারত সরকারের কাছে সি-ভিশন সফটওয়্যার ও আনুষাঙ্গিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই চুক্তির আর্থিক মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সফটওয়্যার ভারতীয় নৌবাহিনীকে তাদের সমুদ্রসীমায় বিদ্যমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সহায়ক হবে। এটি নৌবাহিনীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে।
.@StateDept 🇺🇸 authorizes a Foreign Military Sales #FMS case for 🇮🇳 #India to purchase Indo-Pacific Maritime Domain Awareness software and related equipment for an estimated cost of $131 million. #FMSUpdate – https://t.co/mtIn77bB0r pic.twitter.com/KymVetlmt0
আরও পড়ুন
— Political-Military Affairs, US Dept of State (@StateDeptPM) April 30, 2025
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতীয় নৌবাহিনী তাদের সামরিক বহরে সি-ভিশন সফটওয়্যার এবং এর আনুষাঙ্গিক সরঞ্জাম অন্তর্ভুক্ত করতে কোনো সমস্যার সম্মুখীন হবে না। পাশাপাশি, এই সামরিক সরঞ্জাম বিক্রয় দক্ষিণ এশিয়ার সামগ্রিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না বলেও আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, সাম্প্রতিককালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলার পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের এই সামরিক সরঞ্জাম ক্রয় আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।