মালয়েশিয়ায় জাল পারমিট তৈরির বাংলাদেশি মূলহোতা আটক

Bangladeshi mastermind behind fake permit production arrested in malaysia

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের কাছে জাল ওয়ার্ক পারমিট বিক্রির অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২৮ এপ্রিল) কুয়ালালামপুরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে ওই বাংলাদেশির সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়, যারা ভারত, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার নাগরিক এবং সিন্ডিকেটের ‘এজেন্ট’ হিসেবে কাজ করতেন।

আটকদের বয়স ২৩ থেকে ৪৮ বছরের মধ্যে এবং এদের মধ্যে দুইজনের বৈধ কর্মসংস্থান পাস থাকলেও একজন ইন্দোনেশীয় নাগরিকের কোনো বৈধ কাগজপত্র ছিল না। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, আটককৃত বাংলাদেশি ওই জালিয়াতি চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এই সিন্ডিকেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশি কর্মীদের কাছে ওয়ার্ক পারমিট নবায়নের ভুয়া পরিষেবা সরবরাহ করত এবং প্রতি আবেদন বাবদ ১,০০০ থেকে ২,০০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করত। এক বছর ধরে পরিচালিত এ অবৈধ কার্যক্রম মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

অভিযানকালে ৪৮টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভারতীয় পাসপোর্ট ও নগদ ২,৪০০ রিঙ্গিত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর আওতায় তদন্ত চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize