বাংলাদেশিদের বাড়ি-ঘর ভাঙা শুরু করল ভারত

ভারতে বাংলাদেশিদের ঘর ভাঙা শুরু করল ভারত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে কথিত বাংলাদেশিদের বেআইনি ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। এলাকাটিতে বাংলাদেশি নাগরিকদের বসবাস রয়েছে বলে পুলিশের সন্দেহ, সেই প্রেক্ষিতেই পরিচালিত হচ্ছে এই অভিযান।

এর আগে গত শনিবার ভোর থেকে রাজ্যজুড়ে “অবৈধ বাংলাদেশি” অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। গুজরাট পুলিশের দাবি অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত এই অভিযানে প্রায় ছয় হাজার পাঁচশত মানুষকে আটক করা হয়েছে।

তবে এদের মধ্যে মাত্র ৪৫০ জনের পরিচয় নিশ্চিতভাবে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহাপরিদর্শক বিকাশ সহায়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমন পরিস্থিতিতে আহমেদাবাদের সিয়াসতনগর বাঙাল ভাস এলাকায় ঘরবাড়ি উচ্ছেদ শুরু হয়। পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শরদ সিংহল জানান, আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের এক সমীক্ষায় দেখা গেছে, ওই এলাকায় বেশ কিছু বেআইনি নির্মাণ রয়েছে এবং অধিকাংশই কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখলে।

মঙ্গলবারের উচ্ছেদ অভিযানে প্রায় ৫০টি বুলডোজার এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অভিযানের আগে থেকেই স্থানীয় বাসিন্দাদের ঘর খালি করে যেতে দেখা গেছে বলে জানিয়েছে ঘটনাস্থলে থাকা সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize