ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেল ২৫ কর্মী

e8 visa koria

ই-৮ ভিসা ক্যাটাগরিতে ২৫ কর্মীর প্রথম ব্যাচ মঙ্গলবার (২৯ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।সিউলের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ওয়ানডো কাউন্টি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় মৌসুমী কর্মীদের (ই-৮ ভিসা ক্যাটাগরি) প্রথম দল আজ দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।

সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ইনচন বিমানবন্দরে এই মৌসুমী কর্মীদের স্বাগত জানিয়েছে।

প্রথম দফায় পঁচিশ জন মৌসুমী কর্মী দক্ষিণ কোরিয়ার ওয়ানডো কাউন্টির বিভিন্ন মৎস্য কোম্পানিতে মৎস্য খাতে নিয়োজিত হবেন।

দূতাবাস আরও জানায়, বিদেশি মৌসুমী কর্মীরা সাধারণত দক্ষিণ কোরিয়ার মৎস্য ও কৃষি খাতে কাজ করে থাকেন এবং ভবিষ্যতে এই কর্মী প্রেরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize