ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে এনডিটিভি জানিয়েছে, এই আলোচনায় উভয় দেশের মধ্যে শান্তি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
টেলিফোনে ওয়াং ই পাকিস্তানের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং জম্মু ও কাশ্মীরে ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, চীন আশা করে ভারত ও পাকিস্তান দু’পক্ষই সংযম দেখাবে এবং উত্তেজনা প্রশমনে পারস্পরিক সহযোগিতা করবে।
আলোচনায় পাকিস্তান হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে উদ্ভূত সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করে। অন্যদিকে, হামলার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতকরণ ও পাকিস্তানের নাগরিকদের ভিসা বন্ধ করা।
আরও পড়ুন
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে ওয়াং ইকে উদ্ধৃত করে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব এবং চীন সবসময় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে। এদিকে, ভিসা বাতিলের সিদ্ধান্তের পর গত তিন দিনে আটারি সীমান্ত দিয়ে ৫৩৭ জন পাকিস্তানি ভারতে অবস্থান শেষ করে ফিরে গেছেন বলে জানিয়েছে ভারতের এক সরকারি কর্মকর্তা।