‘ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ’

Bangladesh wants to mediate in india pakistan tensions

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, তার সমাধানে আলোচনার পথকেই সমর্থন করে বাংলাদেশ। রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান। তিনি আরও বলেন, যদি উভয় দেশ চায়, তবে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি কামনা করি। আমরা অবগত আছি যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘকাল ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান নেই। তবে আমরা কোনো বড় ধরনের সংঘাতের উদ্ভব হোক, তা চাই না, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।”

মধ্যস্থতার ভূমিকা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “আমার মনে হয় না এই মুহূর্তে আমাদের কোনো মধ্যস্থতামূলক ভূমিকা নেওয়া উচিত। আমরা চাইব, তারা নিজেরাই তাদের সমস্যার সমাধান করুক। যদি তারা আমাদের সহযোগিতা চায় এবং বলে যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা বিবেচনা করব। তবে তার আগে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে কিছু করতে আগ্রহী নই।”

আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা চাইব তারা পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করুক। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে কয়েকটি দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “যেকোনো উপায়ে হোক, তা মধ্যস্থতার মাধ্যমেই হোক কিংবা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই হোক—আমরা এটাই চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি প্রতিষ্ঠিত হোক।”

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize