পানি দিয়ে চাপ, বন্যায় ভাসছে পাকিস্তান

Pakistan is flooded with water, pressured

কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত, যার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, অতিরিক্ত পানির কারণে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিপদজনক অবস্থা তৈরি হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রায় ২২ হাজার কিউসেক পানি ডোমেল এবং মুজাফফরাবাদ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাসিন্দাদের নিরাপত্তার জন্য নদী থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, কাশ্মীরের পাহেলগাম এলাকায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ভারতের সরকার তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের ঘোষণা দেয়, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল।

পাকিস্তান ভারতের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জানিয়েছে, পাকিস্তানের জন্য পানি জীবনরসায়ন এবং এর প্রবাহ বাধাগ্রস্ত করা যুদ্ধ ঘোষণার সামিল হবে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize