ভারতে নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানি শিল্পীরা

Pakistani artists are being banned in india

কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশ একে অপরের বিরুদ্ধে কঠোর বাগ্‌যুদ্ধে লিপ্ত এবং এরই মধ্যে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা বাতিল করেছে। এই পরিস্থিতিতে ভারত সরকার কর্তৃক পাকিস্তানি নাগরিকদের জন্য দেশত্যাগের নির্দেশ দেশটির বিনোদন জগতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কটের জোরালো দাবি উঠেছে।

এই উত্তেজনার ফলস্বরূপ, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ সিনেমা ভারতে মুক্তি পাচ্ছে না। দীর্ঘ আট বছর পর এই সিনেমার মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখলেও পাকিস্তানি এই সুপারস্টারের সেই আশা পূরণ হচ্ছে না।

এর আগে ভারতের ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত পাকিস্তানি শিল্পীদের নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন। এবার ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের সভাপতি অশোক দুবেও ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার জন্য সোচ্চার হয়েছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অশোক দুবে বলেন, ভারতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করা উচিত। ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমাদের কাছে দেশ প্রথম। বারবার আমাদের দেশের উপর আক্রমণ হচ্ছে। সম্প্রতি পহেলগামে জঙ্গি হামলা হয়েছে। সেই কারণে আমরা আবারও একটি বিবৃতি জারি করে নির্দেশ দিয়েছি, ভবিষ্যতে যদি আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির কোনো সদস্যকে পাকিস্তানি শিল্পী বা কলাকুশলীর সঙ্গে কাজ করতে দেখা যায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং তাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেব।”

অশোক দুবে জানান, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে, যেখানে পাকিস্তানি শিল্পীদের চিরতরে ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে। তাদের দাবি, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা জারি করা হয়। ভবিষ্যতে যদি ভারতীয় চলচ্চিত্র জগতের কেউ পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করার দুঃসাহস দেখায়, তবে সেই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করারও দাবি জানানো হয়েছে, যাতে অন্য কেউ এমন কাজ করার আগে বহুবার চিন্তা করে। পহেলগাম হামলায় ভারতবাসীর মনে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং নেটিজেনরা ফাওয়াদ খানসহ সকল পাকিস্তানি শিল্পীকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, ‘বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে।’

ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি তারকাদের চিরতরে নিষিদ্ধ করার ক্ষেত্রে এটি সম্ভবত একটি চূড়ান্ত পদক্ষেপ। এর আগেও বহুবার এমন দাবি উঠেছিল, তবে পহেলগামে হামলার ঘটনার পর সেই দাবি আরও জোরালো হয়েছে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize