“ভারত নিজেই হামলা করে নাটক সাজিয়েছে”

ভারত নিজেই হামলা করে নাটক সাজিয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সংঘটিত বন্দুক হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে লস্কর-ই-তৈয়বা। সংগঠনটির নেতা সাইফুল্লাহ খালিদ, যিনি সাইফুল্লাহ কাসুরি নামেও পরিচিত, সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে এই হামলার দায় ভারতের ওপর চাপিয়েছেন।

ভিডিওতে সাইফুল্লাহ খালিদকে বলতে শোনা যায় যে, পহেলগামের এই আক্রমণ ভারত সরকারেরই কাজ এবং এর জন্য তারাই সম্পূর্ণরূপে দায়ী। তিনি এই ঘটনাকে একটি ‘সাজানো নাটক’ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে, তিনি জম্মু ও কাশ্মীরের পহেলগামের ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। সাইফুল্লাহ খালিদ আরও বলেন, “এই হামলার অজুহাতে ভারতীয় গণমাধ্যম আমাকে এবং পাকিস্তানকে অভিযুক্ত করেছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তবে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের সূত্র অনুযায়ী, মঙ্গলবার পহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে, তার মূল পরিকল্পনাকারী ছিলেন এই সাইফুল্লাহ খালিদ। গোয়েন্দাদের দাবি, তারই নির্দেশে ৫ থেকে ৬ জন জঙ্গি ওই এলাকায় নির্বিচারে গুলি চালায়।

এই সকল অভিযোগ ও জল্পনার পরিপ্রেক্ষিতে সাইফুল্লাহ খালিদ ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। তবে প্রচারিত ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize