মালয়েশিয়ার সুবাং জয়া শহরে নির্মাণকাজ চলাকালে ক্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আসাদুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশি শ্রমিক। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় এবং বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। আসাদুল যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় আসাদুল প্রায় আট বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। ঘটনার দিন তিনি একটি নির্মাণাধীন ভবনে ক্রেনের হলার পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ক্রেনের একটি ভারী লোহার অংশ খুলে পড়ে তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আসাদুলের বাবা হাতেম আলী সর্দার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “আমার ছেলে পরিবারকে ভালো রাখতে বিদেশে গিয়েছিল। এখন সে নেই, আমরা নিঃস্ব হয়ে গেলাম।” তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন
শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, প্রবাসে কারও মৃত্যু হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে মৃতের পরিবারকে আর্থিক ও প্রক্রিয়াগত সহায়তা দেওয়া হয়। বরাদ্দ পাওয়া গেলে আসাদুলের পরিবারকেও যথাসম্ভব সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এ ঘটনায় আসাদুলের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জন হারিয়ে শোকার্ত পরিবারটি এখন সরকারের সহানুভূতিশীল দৃষ্টি কামনা করছে।