মালয়েশিয়া সিন্ডিকেটে দায়ীদের বিচার চান এজেন্সি মালিকেরা

মালয়েশিয়া সিন্ডিকেটে দায়ীদের বিচার চান এজেন্সি মালিকেরা

মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লোপাটকারী সিন্ডিকেটের মূল হোতাদের বিচার ও বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভুঁইয়ার কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকেরা।

এ বিষয়ে বিএনপি নেতা এবং বায়রায় সিনিয়র সদস্য খন্দকার আবু আশফাক বলেন, এখনও শ্রমবাজার ধ্বংসের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তবে কেউ যদি সিন্ডিকেট করার চেষ্টা করে তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে…

আর সিন্ডিকেটমুক্ত পরিবেশ তৈরি করা গেলে দেড় থেকে সর্বোচ্চ দুই লাখ টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব বলে জানান বায়রার সদ্য সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম…

এসময় বায়রার সদ্য-সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, বায়রার সদ্য-সাবেক ভাইস প্রেসিডেন্ট-১ নোমান চৌধুরীসহ বিভিন্ন বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকেরা উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize