নিজস্ব ব্যবস্থাপনায় দূতাবাসের পাসপোর্ট সেবা, প্রবাসীদের স্বস্তি

নিজস্ব ব্যবস্থাপনায় দূতাবাসের পাসপোর্ট সেবা, প্রবাসীদের স্বস্তি

মালয়েশিয়ার পেরাক রাজ্যে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সরাসরি পাসপোর্ট সেবা প্রদান করা হয়েছে। কুয়ালালামপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই রাজ্যে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার টিম শনিবার দিনব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালনা করে। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান স্বয়ং উপস্থিত থেকে এই কার্যক্রমের তদারকি করেন।

দূতাবাসের নিজস্ব ব্যবস্থাপনায় এই সেবা প্রদান করায় মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। বেসরকারি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে সেবা পাওয়ায় একদিকে যেমন তাদের অতিরিক্ত অর্থ সাশ্রয় হয়েছে, তেমনি ভোগান্তিও কমেছে। সেবা গ্রহণকারী শ্রমিকরা দূতাবাসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এদিকে, একই দিনে হাইকমিশনার মো. শামীম আহসান পেরাকের ওয়াইটিওয়াই নামক একটি গ্লাভস উৎপাদনকারী কোম্পানির বাংলাদেশি কর্মীদের সাথে মতবিনিময় করেন। কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা হাইকমিশনারকে স্বাগত জানান এবং তাদের কর্মী নিয়োগের নীতি ও শ্রমিকদের কল্যাণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান। আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করায় হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। ওয়াইটিওয়াই কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও আনুগত্যের প্রশংসা করেন এবং আরও কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার ওয়াইটিওয়াই কোম্পানির প্রস্তাবকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে হাইকমিশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি মালয়েশিয়ায় কর্মরত সকল বাংলাদেশি কর্মীকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর গুরুত্বও তুলে ধরেন। পাসপোর্ট সেবা প্রদানকারী দলের সদস্যরাও এ সময় হাইকমিশনারের সাথে ছিলেন এবং ওয়াইটিওয়াই কোম্পানির সহায়তায় দুই শতাধিক কর্মীকে পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize