বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত

বিশ্বব্যাপী জনমত জরিপ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের বিশ্লেষণ করে ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’র এক গবেষণার ভিত্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ১০টি দেশের তালিকা। তালিকায় শীর্ষস্থানে রয়েছে চীন, আর ভারত অবস্থান করছে দশম স্থানে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, যার উৎস যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইক।

চীনের ক্ষেত্রে বলা হয়েছে, দেশটির কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা, কঠোর সেন্সরশিপ এবং পরিবেশ দূষণের দায়ের কারণে এটি বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত। এছাড়া হংকং, তাইওয়ান ও ম্যাকাওয়ের বিষয়ে চীনের অনড় অবস্থান এবং উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ দেশটির বিরুদ্ধে বৈশ্বিক অবিশ্বাসকে আরও গভীর করেছে।

তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও বৈশ্বিক হস্তক্ষেপ নিয়ে বিস্তর অসন্তোষ থাকায় এর অবস্থান দ্বিতীয়। রাশিয়ার অবস্থান তৃতীয়, মূলত ইউক্রেন যুদ্ধ ও ক্ষমতার কেন্দ্রীকরণের কারণে।

চতুর্থ স্থানে রয়েছে উত্তর কোরিয়া, যা তার একনায়কতান্ত্রিক শাসন ও পারমাণবিক কার্যক্রমের জন্য ব্যাপক সমালোচিত। গাজায় চলমান হামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল রয়েছে পঞ্চম স্থানে। এরপরের অবস্থানগুলোতে আছে পাকিস্তান (৬ষ্ঠ), ইরান (৭ম), ইরাক (৮ম) ও সিরিয়া (৯ম)।

ভারতের অবস্থান তালিকার দশমে। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য, ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা এবং ইন্টারনেট সেন্সরশিপের অভিযোগ দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি সীমান্ত বিরোধ ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাও এতে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize