ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে থাইল্যান্ডের ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মদ্যপ এক যাত্রীর অশালীন আচরণ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মাতাল ওই যাত্রী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন।
বুধবার (৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই ঘটনায় বিমানের কর্তৃপক্ষ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২৩৩৬-এ ঘটে এই অশালীন ঘটনা। মদ্যপ ওই ভারতীয় যাত্রী সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করেন। এয়ার ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করেছে, তবে কেন এবং কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
আরও পড়ুন
এই ঘটনা জানাজানি হওয়ার পর বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীকে ব্যাংককে সহায়তার প্রস্তাব দেয়, কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। ঘটনাটি শোনার পর, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বিষয়টি নিয়ে বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এ ধরনের ঘটনা ঘটলে, মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’’
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইটের ক্রু ওই সময়ে সমস্ত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।