পিয়ন পরীক্ষার খাতা দেখায় অধ্যক্ষ-অধ্যাপক বরখাস্ত

পিয়ন পরীক্ষার খাতা দেখায় অধ্যক্ষ অধ্যাপক বরখাস্ত

শিক্ষার্থীদের পরীক্ষার খাতা দেখছেন কলেজের চতুর্থ শ্রেণির এক কর্মচারী। ঘটনা জানাজানি হওয়ার পর কলেজের অধ্যক্ষ ও এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের পিপারিয়া শহরের শহীদ ভগত সিং সরকারি কলেজে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার একটি সরকারি কলেজের অধ্যক্ষ এবং একজন অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। সেখানে একটি ভাইরাল ভিডিওতে একজন পিওনকে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

সূত্রের বরাতে খবরে বলা হয়, ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থানীয় বিধায়ক ঠাকুরদাস নাগবংশীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে তিনিই কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন। এই ঘটনায় অধ্যক্ষ এবং নোডাল অফিসারকে বরখাস্ত করা হয়েছে বলে বলে রাজ্যটির যুব বিষয়ক ও সমবায় মন্ত্রী বিশ্বাস সারং নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেছেন, এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার সর্বদা উচ্চশিক্ষার মান বজায় রাখার জন্য সচেষ্ট। এই ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং ক্ষমার অযোগ্য।

পিপারিয়া-ভিত্তিক ভগত সিং সরকারি কলেজের অধ্যক্ষ রাকেশ ভার্মা দাবি করেছেন, তাকে এবং অধ্যাপক রামগুলাম প্যাটেলকে গত ৪ এপ্রিল বরখাস্ত করা হয়েছে। ভার্মা বলেছেন, উত্তরপত্র মূল্যায়নের কাজ একজন অতিথি শিক্ষককে দেওয়া হয়েছিল, যিনি কলেজে নিযুক্ত একজন বই উত্তোলকের মাধ্যমে উত্তরপত্রগুলো একজন পিওনের হাতে তুলে দেন।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post