ভারতে বিমান বিধ্বস্ত

ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত, পাইলট আহত

ভারতের গুজরাটে একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ একাডেমির প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি খোলা মাঠে প্লেনটি বিধ্বস্ত হয়।

009 67eba8adf0ae6

এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি.জি. বাদভা।

তিনি জানান, মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ প্লেনটি উচারপি গ্রামের একটি মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নারী প্রশিক্ষণার্থী পাইলট সামান্য আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত বছরের আগস্টে একটি বেসরকারি এভিয়েশন একাডেমির দুই আসনের সেসনা-১৫২ বিমান মধ্যপ্রদেশের গুনার বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুই পাইলট আহত হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize