মালয়েশিয়ায় রাস্তা পার হওয়ার সময় লড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় রাস্তা পার হওয়ার সময় লড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় মুআর-ইয়ং পেং সড়কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এক লড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুয়ার জেলার পুলিশ প্রধান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় সকাল ৬.৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ২৬ বছর বয়সী ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি লড়ির ধাক্কায় গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় পত্রিকা সিনার হারিয়ান পুলিশের বরাত দিয়ে এসব খবর দিয়েছে তবে সেই বাংলাদেশির পরিচয় জানা যায়নি।

এদিকে, লড়ি চালক পলাতক থাকায় পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনার তদন্ত মালয়েশিয়ার সড়ক পরিবহণ আইনের ৪১(১) ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

পুলিশ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে, কেউ যদি এই ঘটনার কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, পথচারীদের আরও সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং চালকদেরও সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে, যাতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize