রায় শুনেই বিচারককে জুতা ছুড়লেন আসামি!

1739519969 156005c5baf40ff51a327f1c34f2975b

রায় শুনেই আদালতের মধ্যে নারী বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়লেন আসামি। একটুর জন্য সেই জুতা বিচারকের গায়ে লাগেনি। বিচারকের দিকে জুতো ছুড়লে আসামিকে ধরে ফেলেন আদালতে উপস্থিত পুলিশকর্মী এবং আইনজীবীরা। ভারতের হায়দরাবাদের রঙ্গা রেড্ডি জেলা আদালতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, আসামি জুতা ছুড়লেও বিচারকের গায়ে তা লাগেনি। একটি খুনের চেষ্টার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নারী বিচারকের এজলাসেই অপর একটি মামলায় হাজির করানো হয় আসামিকে।

এ বার তার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। অভিযোগ, এজলাসে পৌঁছে নারী বিচারককে দেখে মাথা গরম করে ফেলেন আসামি। তিনি নিজের পা থেকে জুতা খুলে ছুড়ে মারেন বিচারকের দিকে।
আসামির আচরণ দেখে তৎপর হয়ে ওঠেন আদালত চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা।

আইনজীবীরাও ওই আসামিকে ধরে ফেলেন। তাকে মারধর করা হয়।

রঙ্গা রেড্ডি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা জানিয়েছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়াই কোন্ডাল রেড্ডি বলেন, বিচারকের উপর এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করছি। আসামির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

আর দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize