বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচনা

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচনা

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জয়শঙ্কর বলেন, “বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা ঠিক হবে না।”

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে জয়শঙ্করের এটি ছিল প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। আলোচনার প্রধান বিষয়গুলো ছিল আঞ্চলিক স্থিতিশীলতা, বাংলাদেশ পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবিলায় ভারত-মার্কিন সহযোগিতা।

সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বৈঠকের সময় নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজও উপস্থিত ছিলেন।

জয়শঙ্কর আরও জানান, আসন্ন ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের পরিকল্পনা চলছে।

ভারত বর্তমানে চীনকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার পাশাপাশি দক্ষ কর্মীদের ভিসা প্রাপ্তি সহজ করতে উদ্যোগী।

উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত-মার্কিন আলোচনা আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। তবে আলোচনার গভীরতর বিষয়বস্তু এখনো অজানা।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize