অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান

J 35a

মিত্র দেশ চীন থেকে ৪০টি অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান কিনতে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। চীনের তৈরি এই যুদ্ধবিমান, যা ফাইটার জেট জে-৩৫এ নামে পরিচিত, পাকিস্তানের কাছে গেলে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান ভারতকে ছাড়িয়ে যেতে পারে।

জে-৩৫এ হলো চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এটি যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টেলথ ফাইটার জেট, যা বহুমুখী ভূমিকা পালনে সক্ষম।

অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান

সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে পাকিস্তান হবে প্রথম বিদেশি দেশ, যারা জে-৩৫এ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন হাতে পাবে। এটি চীনের পঞ্চম প্রজন্মের সামরিক বিমান রপ্তানির প্রথম নজিরও হবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরেরও কম সময়ের মধ্যে চীন পাকিস্তানে ৪০টি যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত।

পাকিস্তানের বিমান বাহিনী ইতোমধ্যে এই ক্রয়ের অনুমোদন দিয়েছে। যদিও চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে এই চুক্তি বাস্তবায়িত হলে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান

মার্কিন চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্রেন্ডান মুলভেনি বলেছেন, এই পদক্ষেপ পাকিস্তানকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ করবে এবং পাকিস্তানের বিমান বাহিনীকে ভারতীয় বিমান বাহিনীর তুলনায় এগিয়ে দেবে।

তবে পাকিস্তান চীনা যুদ্ধবিমান কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারবে, তা নির্ভর করবে চীনের সরবরাহকৃত অস্ত্র ও সহযোগিতা ব্যবস্থার ওপর।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize