পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা কাটাতে ক্ষমতাসীন সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনার সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে।
দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরিফ তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাতে পারেন।
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়নি, তবে সরকার ও পিটিআই সূত্র বলছে, উভয় পক্ষই সংলাপের প্রয়োজনীয়তা স্বীকার করছে।
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ঘিরে পাকিস্তানে তীব্র বিক্ষোভ ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এ অবস্থায় স্থবির হয়ে পড়েছে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে পিটিআই এবং সরকারের মধ্যে আলোচনার আভাস কিছুটা হলেও দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে পারে।
আরও পড়ুন
গত ১১ ডিসেম্বর দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পিটিআই নেতা আসাদ কায়সার ইতোমধ্যে সংলাপ শুরুর লক্ষ্যে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে যোগাযোগ করেছেন।
পাকিস্তানের রাজনীতিতে নওয়াজ শরিফের ভূমিকা অত্যন্ত প্রভাবশালী। তার অনুমোদন ছাড়া যেকোনো সংলাপ সফল হওয়া প্রায় অসম্ভব। এর আগে পিটিআইয়ের সঙ্গে সংলাপের সম্ভাবনা তার মেয়ে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি পিটিআইকে “বিঘ্নসৃষ্টিকারী দল” বলে উল্লেখ করেছিলেন।
তবে পিএমএল-এনের একজন জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন, এবার নওয়াজ শরিফ ইমরান খানের সঙ্গে সংলাপের টেবিলে বসতে প্রস্তুত। এটি দেশটির রাজনৈতিক সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।