নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দক্ষিণ এশিয়ার শক্তিশালী মিত্র ভারতকে সতর্কবার্তা দিয়েছেন। মেক্সিকো ও কানাডার পর এবার ভারতও ট্রাম্পের কঠোর মনোযোগের আওতায় এসেছে। ক্ষমতা গ্রহণের আগেই তিনি নয়াদিল্লির ওপর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তার প্রশাসন শিগগিরই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ভারত দীর্ঘদিন ধরে মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে আসছে। এ অবস্থায় পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
মার-এ-লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “যদি কেউ আমাদের ওপর শুল্ক চাপায়, আমরা সমপরিমাণ শুল্ক আরোপ করব।” তিনি দাবি করেন, মার্কিন বাজারে ভারতীয় পণ্যের শুল্ক সুবিধা যথেষ্ট বেশি, অথচ ভারতীয় বাজারে মার্কিন পণ্যের ওপর নানা শর্ত আরোপ করা হয়।
ট্রাম্প আরও বলেন, “ভারত ও ব্রাজিল আমাদের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। যদি তারা এ নীতি বজায় রাখে, তাহলে আমরাও সমান মাত্রায় শুল্ক আরোপ করব। পারস্পরিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।”
আরও পড়ুন
ট্রাম্পের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক সত্ত্বেও শুল্ক ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক শুল্ক যুদ্ধের নতুন পরীক্ষার সম্মুখীন হতে পারে।
উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে ভারতকে কৌশলগত অংশীদার হিসেবে গুরুত্ব দিয়ে আসছিল বাইডেন প্রশাসন। তবে ট্রাম্পের এই কঠোর মনোভাব ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।