ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে দিল্লি পুলিশ। বুধবার কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাই করতে এই অভিযান শুরু হয়।
এর আগে, মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
ওই নির্দেশের পর পরই, পুলিশ নথিপত্র যাচাইয়ের কাজ শুরু করে, যাতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের সঠিক শনাক্তকরণ ও আইনগত ব্যবস্থা নেওয়া যায়।
এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে এক চিঠি পাঠিয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে, বুধবার কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি পরীক্ষা করে পুলিশ।
আরও পড়ুন
কিছুদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে, শহরে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
দিল্লি পুলিশ জানিয়েছে, তাদের এই অভিযান অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের শনাক্ত করার পাশাপাশি তাদের সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য পরিচালিত হচ্ছে।