রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আমেরিকা। দেশটির মধ্যাঞ্চলীয় শহরগুলোতে চলতি সপ্তাহে কয়েক দশকের পুরোনো তাপমাত্রার রেকর্ড ভাঙতে যাচ্ছে। তাপপ্রবাহ পরিস্থিতি চরম আকার নিতে পারে বলে সতর্কতা দিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা দপ্তর।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইন্ডিয়ানা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ৮ কোটি মানুষ তাপ বা অত্যধিক তাপ সতর্কতার অধীনে রয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল উচ্চ তাপমাত্রার কারণে সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের জরুরি অপারেশন সেন্টার চালু করেছেন। নিউইয়র্ক কর্তৃপক্ষ সমুদ্র সৈকত ও পাবলিক সুইমিয় পুলগুলো জনগণের জন্য আগেভাগে খুলে দিচ্ছে। এ ছাড়া নিউ ইয়র্ক সিটি এই বছর প্রথমবারের মতো শীতলকরণ কেন্দ্রগুলো চালু করছে।
নিউইয়র্ক গভর্নর বলেন, ‘এটি একটি মারাত্মক পরিস্থিতি। সিরাকিউজ শহরে ১৯৯৪ সালের পর এবারই ৯৪ ডিগ্রি ফারেনহাইট (৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে। আমরা তুষারঝড় দেখেছি, বন্যা দেখেছি, হারিকেন দেখেছি, টর্নেডো দেখেছি কিন্তু এই তাপপ্রবাহ সবচেয়ে বেশি প্রাণহানির কারণ হতে পারে।’
আরও পড়ুন
গত সোমবার শিকাগোন ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৭ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করেছে, যা ১৯৫৭ সালের ৯৬ ডিগ্রী ফারেনহাইটের রেকর্ড ভেঙ্গেছে। মঙ্গলবার তাপমাত্রা প্রায় ৯১ ডিগ্রী ফারেনহাইট ছিল শহরটিতে।
ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, নিউ হ্যাম্পশায়ার, কানেটিকাট এবং মেইনের শহরগুলোতেও আগামী কয়েক দিনে রেকর্ড তাপমাপ্রবাহ বিরাজ করতে পারে।
এদিকে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত অঞ্চলে তাপপ্রবাহ আরও চরম হয়ে উঠতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা দপ্তর। অ্যারিজোনার ফিনিক্সে টানা ১৬ দিন ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে তীব্র গরম এবং বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।