আমেরিকায় প্রবাসীদের চাঁদরাত উদযাপন

আমেরিকায় প্রবাসীদের চাঁদরাত উদযাপন

নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলীনের লিটল বাংলাদেশসহ সকল বাণিজ্যিক পাড়ায় শনিবার বিকেল থেকে গভীর রাত অবধি চাঁদরাতের আমেজ বয়ে যায়। আবহাওয়া চমৎকার হওয়ায় তরুণ-তরুণীর সাথে মা-খালারাও দলবেধে মেহেদী ডিজাইনে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় বোরকা পরিহিত তরুণী এবং বয়স্কদেরও দেখা গেছে।

শুধু তাই নয়, বাংলাদেশিদের এই চাঁদনী রাতে সামিল হতে দেখা গেছে সাদা-কালো সকল মুসলমানকে অর্থাৎ ঈদ আনন্দে সবাই একাকার।

রবিবার নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় ঈদুল আযহা উদযাপনের ঘোষণা দেয়ার পর প্রবাসীরা মেতে উঠেন ঈদ আনন্দে। চাঁদরাতের আমেজে নৃত্য-গীতের আসর বসেছিল কয়েকটি স্থানে।

 

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize