নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি পুলিশ সদস্যসহ নিহত ৪

Gunman opens fire in new york, killing 5 including bangladeshi origin police officer

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছেন। হামলার পর অভিযুক্ত বন্দুকধারীকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।

Image 380x240 0bd6438e4d1d87a547770ada54d47891

ঘটনাস্থল ছিল ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ে অবস্থিত ৬৩৪ ফুট উঁচু একটি বহুতল ভবন, যেখানে অবস্থিত রয়েছে ন্যাশনাল ফুটবল লিগ (NFL) এবং বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনের অফিস। সেখানেই আচমকা এলোপাতাড়ি গুলি চালায় এক অস্ত্রধারী।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস নিহত পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত করে জানান, ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। নিহতদের মধ্যে আরও দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শেন ডেভন তামুরা (২৭), যিনি লাস ভেগাসের বাসিন্দা। ভবনে ঢোকার সময় তার হাতে একটি লম্বা বন্দুক ছিল বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হামলার পর নিজেই আত্মহত্যা করেছেন তিনি।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ। হামলার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize