পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, ৩ কর্মকর্তা নিহত

Explosion at police training center, 3 officers killed

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ইস্টার্ন অ্যাভিনিউতে অবস্থিত লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিসকাইলুজ ট্রেনিং সেন্টারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে।

শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী, নিহতদের সবাই স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর অন্তর্ভুক্ত ছিলেন। প্রশিক্ষণ কেন্দ্রটিতে বোমা স্কোয়াডের একটি ঘাঁটিও ছিল। যদিও বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত অতিরিক্ত আহতের কোনো খবর পাওয়া যায়নি।

34f1cc97a53efafa06496c65df2b1b2c

লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তিনি আরও বলেন, “আমরা এখনো সবকিছু জানি না। তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে শুরু থেকেই প্রতিটি দিক খতিয়ে দেখা এবং ঘটনার প্রকৃত কারণ বের করে আনা।”

পুলিশ সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি পার্ক করা গাড়িতে থাকা বিস্ফোরক থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিস্ফোরণের পরপরই এফবিআই, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং লস অ্যাঞ্জেলেস পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং পুরো এলাকা ঘিরে ফেলে।

তবে এখন পর্যন্ত বিস্ফোরণের পেছনে কারা জড়িত বা এর প্রকৃত কারণ কী— সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় কোনো সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize