মাঝ আকাশেই প্লেনের দরজা খোলা নিয়ে ধস্তাধস্তি, অতঃপর…

Fly main pic 20220805101020

যুক্তরাষ্ট্রের আইওয়ায় মাঝ আকাশে ঘটে গেলো এক রুদ্ধশ্বাস ঘটনা। স্কাইওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী বিমানের জরুরি নির্গমন দরজা খুলতে চেষ্টা করেন এবং বিষয়টি থামাতে গেলে ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতির অবনতি ঘটলে বিমানটিকে বাধ্য হয়ে জরুরি অবতরণ করাতে হয়।

Biman martder

ঘটনাটি ঘটে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ওমাহা থেকে ডেট্রয়েটগামী ফ্লাইটটি স্কাইওয়েস্ট এয়ারলাইন্স পরিচালিত ছিল। রেডিও বার্তায় পাইলট জানান, একজন যাত্রী বিমানের দরজা খুলতে চাইছেন এবং ক্রুর সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়েছেন।

এ ঘটনায় বিমানের অন্য এক যাত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযুক্ত যাত্রীকে হাতকড়া পরিয়ে বিমান থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন।

স্কাইওয়েস্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খল আচরণের প্রতি প্রতিষ্ঠানটির ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে বিমানে যাত্রীদের অসদাচরণের এমন ৮৭০টিরও বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে জেল, জরিমানা ও ভবিষ্যতে ফ্লাইট নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize