গাজা ভূখণ্ডের চলমান সংকট নিয়ে আশার আলো দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, গাজা পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ রয়েছে। স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
তবে ‘সুখবর’ বলতে ট্রাম্প কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ওইদিন একটি বিল স্বাক্ষর অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ করে বলেন, “গাজা নিয়ে কিছু ভালো খবর আছে এবং আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চপর্যায়ে কাজ করছি।”
এই মন্তব্যের সময় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তার নৈশভোজ বৈঠকের প্রস্তুতি চলছিল। যদিও বৈঠকটি প্রেসের জন্য ‘ক্লোজড’ হিসেবে তালিকাভুক্ত ছিল, অতীতের মতো এবারও প্রেসকে কিছু সংক্ষিপ্ত মন্তব্য শোনার সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন
আনাদোলু আরও জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে কাতারে যে পরোক্ষ আলোচনা চলছে, সেটির সঙ্গে এই ‘সুখবর’-এর যোগসূত্র থাকতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে বলা হয়েছে, দোহায় আলোচনায় ‘নাটকীয় অগ্রগতি’ হয়েছে এবং চুক্তির পথে বড় কোনো বাধা নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনা প্রত্যাহারে নমনীয়তা দেখানোর অনুমতি দিয়েছেন, যা আলোচনাকে এগিয়ে নিচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যেখানে প্রায় ৫৮ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। লক্ষাধিক মানুষ গৃহহীন, এবং তীব্র খাদ্য ও চিকিৎসা সংকটে দিন কাটাচ্ছেন। বর্তমানে হামাসের হাতে ৫০ জনের মতো ইসরায়েলি জিম্মি থাকলেও ইসরায়েলি কারাগারে ১০ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অনেকে নির্যাতন, অবহেলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বলে জানা গেছে।