বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া সহজ করতে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম অনুরোধ জানিয়েছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন ইপিকে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এ অনুরোধ জানানো হয়। বর্তমানে ঢাকা সফরে থাকা উপমন্ত্রী ওয়েলডনের সঙ্গে এ বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী উপমন্ত্রীর এ সফর বাংলাদেশ-কানাডা মধ্যকার ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।
কানাডিয়ান মন্ত্রী বৈঠকে কানাডায় বাংলাদেশি অভিবাসীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রসচিব শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ সহজ করতে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া সহজ করার গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন
বৈঠকে উভয়পক্ষ Foreign Investment Promotion and Protection Agreement (FIPA) নিয়ে চলমান আলোচনা এবং ভবিষ্যতে Free Trade Agreement (FTA) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। কানাডীয় প্রতিনিধি জানান, কানাডিয়ান বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ক্ষেত্রে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাকালে কানাডার পক্ষ থেকে বাংলাদেশের মানবিক উদ্যোগের প্রশংসা করা হয়। পাশাপাশি কানাডা ভবিষ্যতেও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয়। বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সমৃদ্ধি ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন দুই দেশের প্রতিনিধিরা।