যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের জনপ্রিয় পর্যটন এলাকা গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। দেশটির জাতীয় উদ্যান বিভাগের তথ্য অনুযায়ী, পার্কটির উত্তরাঞ্চলে দাবানলটি ৫ হাজার একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। দাবানলে পুড়ে গেছে শতবর্ষী ঐতিহাসিক ভবন গ্র্যান্ড ক্যানিয়ন লজ, দর্শনার্থীদের কেবিন, প্রশাসনিক ভবন, কর্মীদের আবাসন ও একটি গ্যাস স্টেশন।
গত ৪ জুলাই বজ্রপাতের মাধ্যমে দাবানলের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দাবানলের তীব্রতা এবং প্রচণ্ড তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে ইউনেস্কো স্বীকৃত ১৯৩৭ সালে নির্মিত ঐতিহাসিক লজ ভবন, যা যুক্তরাষ্ট্র সরকারের ‘জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক’ হিসেবে স্বীকৃত ছিল।
আরও পড়ুন
জানা গেছে, দাবানলের সময় দ্রুত ব্যবস্থা নেওয়ায় পার্কের দর্শনার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, একটি চিকিৎসা বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পুড়ে যাওয়ায় পার্শ্ববর্তী এলাকায় ক্লোরিন গ্যাস ছড়ানোর আশঙ্কা রয়েছে, যা শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এই দাবানলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ব্যবহারকারী এটিকে প্রাকৃতিক বিপর্যয় বলে আখ্যায়িত করলেও, কেউ কেউ সমসাময়িক আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে এর প্রতীকী সংযোগ করছেন। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে কেন্দ্র করে কেউ কেউ এটিকে ‘প্রকৃতির প্রতিক্রিয়া’ বলেও উল্লেখ করেছেন।
বিশ্লেষকরা বলছেন, দাবানলটি নিছকই প্রাকৃতিক দুর্যোগ, তবে এর ব্যাপকতা, ঐতিহ্যবাহী স্থাপনার ধ্বংস এবং পার্শ্ববর্তী এলাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় এটি নিয়ে স্থানীয় প্রশাসনসহ আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি হয়েছে।