ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে এসেক্সের লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া বার্তায় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, অ্যাম্বুলেন্স ও বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থার সদস্যরা। ফ্লাইট অপারেশন স্থগিত হওয়ায় বিমানবন্দরে আগত ও গন্তব্যমুখী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরও পড়ুন
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানায়, বিকেল ৪টার আগে সাউথেন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি ছোট বিমান দুর্ঘটনায় পড়ে। এটি “গুরুতর ঘটনা” হিসেবে বিবেচিত হচ্ছে। ঠিক কতজন আরোহী ছিলেন, তাৎক্ষণিকভাবে সে তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনার সময় বিমানবন্দরের আকাশে আগুনের গোলা দেখা যাচ্ছিল। ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। তবে ধারণা করা হচ্ছে, আকাশেই কোনো ধরনের বিস্ফোরণ ঘটেছিল।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে জরুরি সহায়তার জন্য চারটি অ্যাম্বুলেন্সসহ একাধিক সেবাযান পাঠানো হয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইটে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল দেখানো হয়েছে, যা দুর্ঘটনার প্রভাবের গভীরতা নির্দেশ করে। তদন্ত চলমান রয়েছে।