বিমানবন্দরে যাত্রীদের আর খুলতে হবে না জুতা

Passengers will no longer have to take off their shoes at the airport

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় যাত্রীদের আর জুতা খুলতে হবে না—এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত শিগগিরই আনতে যাচ্ছে দেশটির পরিবহন নিরাপত্তা প্রশাসন (TSA)। দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এই পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সিবিএস নিউজ জানিয়েছে, প্রথম দফায় যেসব বিমানবন্দরে নতুন নিয়ম চালু হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে—বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর, ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ সংক্রান্ত একটি বার্তায় বলেন, “@DHSgov থেকে বড় খবর আসছে!”—সঙ্গে বিমান ও জুতার ইমোজিও ব্যবহার করেন তিনি।

প্রত্যাশা করা হচ্ছে, স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোএম শিগগিরই এক সংবাদ সম্মেলনে এই নীতিগত পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। জানা গেছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের জুতা স্ক্যান করার সক্ষমতা অর্জিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

২০০৬ সালের আগস্ট থেকে টিএসএ যাত্রীদের জুতা খুলে স্ক্যান করার নিয়ম চালু করে। এর পেছনে অন্যতম কারণ ছিল ২০০১ সালের ৯/১১ হামলা এবং ‘শু বোমার’ নামে পরিচিত রিচার্ড রিডের জুতা বিস্ফোরণ প্রচেষ্টা। তবে ২০১৩ সাল থেকে TSA’র ‘প্রি-চেক ট্রাস্টেড ট্রাভেলার’ কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু যাত্রী এই নিয়ম থেকে অব্যাহতি পাচ্ছেন। এছাড়া ১২ বছরের কম শিশু ও ৭৫ বছরের ঊর্ধ্ব বয়সীরা আগেই এ নিয়মের বাইরে ছিলেন।

যদিও এখনো পর্যন্ত টিএসএ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেনি, তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, নিরাপত্তা প্রযুক্তির উন্নতির কারণেই দীর্ঘদিনের এই নিয়ম শিথিল হচ্ছে। এই পরিবর্তনের ফলে বিমানযাত্রীদের ভ্রমণ আরো সহজ, দ্রুত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize