নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন বাংলাদেশের মারুফ

Bangladeshi maruf becomes new york police sergeant

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মারুফ উদ্দিন। সম্প্রতি ঘোষিত এনওয়াইপিডির পদোন্নতির তালিকায় থাকা পাঁচ বাংলাদেশির মধ্যে তিনি অন্যতম।

গত ২৭ জুন নিউইয়র্ক সিটি পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ পদোন্নতিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এই তালিকায় মারুফ উদ্দিন ছাড়াও আরও কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা বিভিন্ন ইউনিটে পদোন্নতি পেয়েছেন।

202984 1 1751955429

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম পূর্বমহল্লার সন্তান মারুফ উদ্দিন নিউইয়র্কেই জন্ম ও বেড়ে ওঠেন। তিনি প্রবাসী ছমির উদ্দিন ও ছয়দুন নেহার দম্পতির দ্বিতীয় সন্তান। তাঁর এই অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের সাড়া পড়েছে।

পরিবারের সদস্যদের পাশাপাশি প্রবাসী বাঙালি সমাজও মারুফের এই সাফল্যে গর্বিত। তাঁর চাচা ও সমাজসেবক শামীম আহমদ জানান, ‘মারুফের এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, গোটা সিলেটবাসীর গর্বের বিষয়। তাঁর পেশাগত নিষ্ঠা ভবিষ্যতেও তাঁকে আরও সামনে এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।’

এছাড়া বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে মারুফ উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে বলেছে, তাঁর এই অর্জন প্রবাসে নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নিজের অনুভূতি প্রকাশ করে মারুফ জানান, ‘এই সফলতার পেছনে আমার পরিবারের নিরলস সহযোগিতা ও সহকর্মীদের সমর্থন বড় ভূমিকা রেখেছে।’

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize