আমেরিকার জন্য তৈরি হচ্ছে নতুন টিকটক অ্যাপ

New tiktok app being developed for america

চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত বছরের মার্চে একটি আইন পাস করলেও এখনো পুরোপুরি কার্যকর হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে অ্যাপটি বন্ধ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা বন্ধ ছিল মাত্র একদিনের জন্য। তবে পরিস্থিতির শিগগিরই নিষ্পত্তি হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকারের শর্ত অনুযায়ী টিকটক বিক্রির বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। নতুন মালিকানা কাঠামোর অধীনে অ্যাপটির একটি পৃথক সংস্করণ বাজারে আনার পরিকল্পনা রয়েছে। তবে এই চুক্তি বাস্তবায়নের জন্য চীনা সরকারের অনুমোদন প্রয়োজন, যা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য টানাপোড়েনের কারণে কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

জানা গেছে, টিকটকের বর্তমান মালিক বাইটড্যান্স অ্যাপটির একটি অংশ বিক্রি করে দেবে ওরাকল এবং অন্যান্য বিনিয়োগকারীদের কাছে। তবে বাইটড্যান্স কিছু অংশীদারিত্ব ধরে রাখবে, যা যুক্তরাষ্ট্রের ‘প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজরি কন্ট্রোলড অ্যাপলিকেন্টস অ্যাক্ট’ আইনের শর্ত পূরণে সহায়ক হবে।

এরই মধ্যে টিকটকের কর্মীরা অ্যাপটির নতুন সংস্করণ তৈরির কাজে নিয়োজিত হয়েছেন। অভ্যন্তরীণভাবে বর্তমান অ্যাপটি ‘এম’ নামে পরিচিত এবং নতুন সংস্করণের কোডনেম দেওয়া হয়েছে ‘এম২’। এটি অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হবে আগামী ৫ সেপ্টেম্বর।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষিদ্ধের সময়সীমা সম্প্রতি আরও এক দফা বাড়িয়েছেন। নতুন সময়সীমা অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি পুরোনো অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে এবং ২০২৬ সালের মার্চে এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize